কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম মোঃ ওসমান সিকদার (৩৬) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ মহিব্বুল সিকদার (৪১)ও তার লোকজন। ওসমান সিকদার ঐ উপজেলার মূলশ্রী গ্রামের মৃত নজর আলী সিকদারের পুত্র। আহত ওসমান সিকদার কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নের সরকারি বিবাহ রেজিস্টার। স্থানিয়রা জানায়, ওসমান ও তার বড় ভাই মহিব্বুলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে কোন্দল চলে আসছে। বিগত কয়েক বার মহিব্বুল সিকদার লোকজন নিয়ে ওসমান সিকদার এর উপর আক্রমন করে এবং আক্রমনে ব্যর্থ হয়ে তার পরিবারের সদস্য দের অকথ্য ভাষায় গালিগালাজ করে। গুরুতর আহত ওসমান সিকদারের পরিবারের লোক জানায় আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে ওসমান সিকদার বাড়ি ফেরার পথে মহিব্বুল সিকদার (৪১) পিতা মৃত নজর আলী সিকদার এর লোকজন দেশিয় অস্ত্র সাবল ও রানদা ব্যবহার করে তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ওসমান সিকদার গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঐ ঘটনার পর থেকে মহিব্বুল সিকদার পলাতক রয়েছে বলে স্থানীয় রা জানিয়েছে।মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply