কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও কেন্দ্রের বাইরে ভোটকে ঘিরে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী নীনা ইয়াছমিন (নৌকা), বিএনপি প্রার্থী এস এম মাকছুদুল হক (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী স ম ওহিদুর রহমান (আনারস প্রতীক) ও অপর স্বতন্ত্র প্রার্থী জাতীয় শ্রমিক লীগ নেতা সাহিদুল আলম (চশমা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিঘলিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৮৬ এবং নারী ভোটার ৮ হাজার ৯৬১
Leave a Reply