লোকালয় ডেস্কঃ চুয়াডাঙ্গার দর্শনা রেল ইয়ার্ডে আনসার সদস্যসহ তিন নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। খবর ইউএনবি।
১৪ এপ্রিল, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে দর্শনা থানার পুলিশ।
আহত নিরাপত্তা কর্মীরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদাহ গ্রামের হাফিজুর রহমান (৩৮), নড়াইলের কালিয়া উপজেলার আবদুর রাজ্জাক (৫০) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সঞ্জিত কুমার বিশ্বাস (৩৫)।
আটককৃতরা হলেন- জসিম, রাশেদুল, সুজন, হারুন ও গাফ্ফার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সাত-আটজনের একদল দুর্বৃত্ত। তারা নিরাপত্তায় নিয়োজিত তিন কর্মীকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশাঙ্কাজনক অবস্থায় সেখান থেকে হাফিজুর ও রাজ্জাককে ঢাকায় রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।
Leave a Reply