কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুস আলী জানান, বৃহস্পতি ও শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন কালীগঞ্জ শহরের বলিদাপাড়ার বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস বাপ্পি , কলেজপাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস ও কালীবাড়িপাড়ার বিমল মৈত্রর ছেলে সুভাংকর মিত্র টিটো।
ওসি ইউনুস বলেন, “বৃহস্পতিবার রাতে কয়েকজন কোটচাঁদপুর থেকে মদ কিনে পান করেন। তারা কালীগঞ্জে বাড়ি ফিরে অসুস্থ হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বাপ্পি মারা যান।
“অবস্থার অবনতি হলে মুন্না ও টিটোকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
এছাড়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply