খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে মেহেদী হাসান রাব্বি (১৮) নামের একজন ইজিবাইকচালককে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লবণচরা এলাকার কুয়েত মসজিদ সংলগ্ন খান জাহান আলী (র.) সেতু বাইপাস সড়ক থেকে রাব্বির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখমণ্ডল ভারি বস্তু দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হয়েছে।
রাব্বি গল্লামারী পুলিশ বক্সের পিছনের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি শুক্রবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‘রাব্বির মুখ থেতলে গেছে। তবে, কী কারণে কারা তাঁকে হত্যা করেছে- সেটি তদন্ত করে দেখা হচ্ছে’, যোগ করেন ওসি।
Leave a Reply