এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- রাহেলা বেগম (২২), টিটু (২৮), রফিকুল ইসলাম (৪০), লিটন (২৩) ও শিশু সোহাগী (০৩)। এদের বাড়ি নড়াইল, মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, অবৈধ ভাবে ভারত থেকে বেশ কিছু নারী পুরুষ পারাপার করছে। এমন খবরে বিজিবি অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে শিশুসহ ৫ বাংলাদেশিকে আটক করে।
এর আগে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবি’র পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply