সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে সেবার লক্ষে  “হ্যালো অক্সিজেন” গঠন

বানিয়াচংয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে সেবার লক্ষে  “হ্যালো অক্সিজেন” গঠন

তাওহীদ হাসান : “মানুষ মানুষের জন্যে” এই কথাটি সে চিরন্তন সত্য তা আবারও প্রমান করলো বানিয়াচংয়ের একদল যুবক। মহামারি করোনাভাইরাসে গোটা পৃথিবীর সাথে প্রিয় বাংলাদেশও আক্রান্ত। করোনা রোগীদের শ্বাসকষ্ট লাঘবে ঘরে ঘরে বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে চালু হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “হ্যালো অক্সিজেন”।

চার যুবকের সমন্বয়ে গঠিত সংগঠনটির টিম লিডার হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান, টিম ম্যানেজার হিসেবে আছেন তরুন সমাজ সেবক তৌহিদুল রহমান পলাশ, টিম সাপোর্টার মাসুদুর রহমান, টিম ভলান্টিয়ার- সাগর।

বানিয়াচংয়ের সাধারণ মানুষ, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক সংগঠন ও তাদের নিজস্ব অর্থায়ানে তিনটি সিলিন্ডার, সার্জিক্যাল মাস্ক, ফেইস শিল্ড, ২টি অক্সিমিটার, ১টি গান থার্মোমিটার, হেক্সোসল, অক্সিজেন মাস্ক তাদের সংগ্রহে আছে।

শুক্রবার (৬আগস্ট) বিকাল ৫ ঘটিকায় ১ নম্বর ইউনিয়নের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

হ্যালো অক্সিজেনের টিম লিডার নিশাত রহমানের সভাপতিত্বে এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, সমাজ সেবক শফিকুর রহমান ঠাকুর, সমাজ সেবক এডভোকেট নজরুল ইসলাম খান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।হ্যালো অক্সিজেনের টিম লিডার নিশাত রহমান বলেন, কোভিড-১৯ মহামারীতে অক্সিজেনের অভাবে কারো অনাকাঙ্খিত মৃত্যু হোক আমরা তা কখনোই প্রত্যাশা করি না। সেই লক্ষ নিয়ে “হ্যালো অক্সিজেন” বানিয়াচং ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে । অক্সিজেনের প্রয়োজনেঃ 01712-302912

প্রধান অতিথির আবুল কাসেম চৌধুরী বলেন, বানিয়াচংয়ে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহতার দিকে এগিয়ে চলেছে। ভয়াবহ এই বিপর্যয়ের সময়ে একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত হ্যালো অক্সিজেন একটি মহতি উদ্যোগ। তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com