লোকালয় ২৪

হবিগঞ্জ  মামলার পলাতক আসামী আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ  মামলার পলাতক আসামী আটক করেছে পুলিশ।

 

মোঃ সনজব আলীঃ  হবিগঞ্জ সদর থানার পুলিশদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আসামী তিনজন কাসিপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র আব্দুল কাইয়ুম, শহরের মুসলিম কোয়ার্টারের বাসিন্দা খলিল মিয়া পুত্র সাইদুর রহমান শাকিব, শহরের উমেদনগর এলাকার বাসিন্দা জালাল মিয়ার পুত্র মোঃ শাকিল মিয়া।

 

 

হবিগঞ্জে বিভিন্ন মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

জানা যায়, আসামি শাকিব মিয়া এবং আসামী সাকিল মিয়া বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং আসামি কাইয়ুম মিয়া নারী নির্যাতন এবং যৌতুক মামলার আসামী।

আসামি তিনজন কে আটক করে কোর্টে প্রেরণ করা হয় এবং কোর্ট তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন।