বানিয়াচং জুয়া খেলার দায়ে পুলিশের হাতে আটক ৪।
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভিতরে জুয়া খেলার আয়োজন করে আসছিল, আজ ও খেলার আয়োজন করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে এস. আই মলাই মিয়ার নেতৃত্বে বানিয়াচং থানার একদল ১১ নং মক্রমপুর ইউ/পির জুয়া খেলার অপরাধে অপরাধী ০১। ছাবু মিয়া (৫১) পিতা- মৃত কদর আলী, সাং- টুপিয়াজুরী ০২। তাবিদুল ইসলাম (৩৫) পিতা- আব্দুল মন্নাফ, সাং- উত্তর সাঙ্গর ০৩। ফারুক মিয়া (৫০) পিতা- তৈয়ব আলী, সাং- টুপিয়াজুরি ০৪। মোঃ ইকবাল মিয়া (৩৫) পিতা- আঃ খালেক, সাং- টুপিয়াজুরি, সর্বথানা-এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে পুলিশ ।
দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে অভিযান সফল করা হয়েছে, পবিত্র ঈদগাহ এর ভিতরে জুয়া খেলা অবস্থায় জুয়ারিদের উপর হামলা করলে চার জন কে গ্রেফতার করতে সফল হয় পুলিশ।
বাকিরা ঈদগাহের পার্শ্ববর্তী খালে ঝাঁপিয়ে পরে, এবং সাঁতার কেটে পালিয়ে যায়।
পুলিশ সদস্য কম হওয়ায় চারজন কে অনেক জবরদস্তি করে আটক করা সম্ভব হয়েছে, আসামিদের গ্রেফতার করা হয়। বলে জানান।অন্তর্গত সাহাপুর সাকিনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করিয়া ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান।।