দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৭০৫ জন। এ ছাড়া প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৪৪৬ জনকে। সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ১৫১ জনে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৪৭ জনকে। আজ মোট টিকা পেয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৯৯৪ জন।
এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৪৮২ মানুষ।