সংবাদ শিরোনাম :
৯৯ রান নিয়ে লাঞ্চে গেলেন মুশফিক

৯৯ রান নিয়ে লাঞ্চে গেলেন মুশফিক

lokaloy24.com

উইকেট হয়ে গেছে ব্যাটিং স্বর্গ।উপরন্তু নির্বিষ বোলিং করছেন জিম্বাবুয়ে বোলাররা। এর ফায়দাটা ভালোভাবেই লুটছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে কিছুক্ষণ আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। এবার তিন অংকের অপেক্ষায় মুশফিক। এ থেকে মাত্র ১ রান দূরে থাকতে লাঞ্চে গেলেন তিনি।

শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এতে ৮৬ রানের লিড নিয়েছেন টাইগাররা। মুমিনুল ১১৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন। মুশফিক ৯৯ রান নিয়ে ব্যাট করছেন। এরই মধ্যে দেড় শতাধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা। স্বভাবতই বড় লিডের স্বপ্ন দেখছেন স্বাগতিকরা। এখন চলছে দুপুরের বিরতি।

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। শক্তভাবে ক্রিজে সেট হয়ে যান এ জুটি। স্বভাবতই ছন্দময় ব্যাটিং উপহার দেন মুমিনুল-মুশফিক।

জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো তোপ দাগান তারা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস। ডোনাল্ড তিরিপানোকে বাউন্ডারি মেরে এ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। এদিন দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসান মুমিনুল। এর সুবাদে ক্রিকেটের লংগার ভার্সনে পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও দাঁড়ায় ৯টি।

দলীয় এ সংগ্রহের পথে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com