লোকালয় ২৪

৯৪ আসন পেল বিএন‌পির শরিকরা

৯৪ আসন পেল বিএন‌পির শরিকরা

লোকালয় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও শরিকদের কতটি আসন ছাড়বে বিএনপি–এ নিয়ে তফসিল ঘোষণার পরপরই চলছিল নানান হিসাব-নিকাশ আর দর কষাকষি। অবশেষে শরিকদের জন্য আসন চূড়ান্ত করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৯৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

৭ ডি‌সেম্বর, শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিকদের জন্য ৯৪টি আসন রেখে বিএনপির ২০৬ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এ নির্বাচনে আছি।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীদের নাম শনিবার ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।