লোকালয় ২৪

৮ বছর পর হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন আজ

প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মঙ্গলবার (১১ অক্টোবর) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সম্মেলনকে কেন্দ্র করে শহরকে সাজানো হয়েছে রঙিন রূপে। জেলা সদরসহ বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণের পাশাপাশি সড়কের দুই পাশ, বিভিন্ন দেয়াল, স্থাপনা ও বিদ্যুতের খুঁটি ঘেঁষে লাগানো হয়েছে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এসব ফেস্টুন-ব্যানার ও বিলবোর্ড লাগিয়েছেন পদপ্রত্যাশী সভাপতি-সাধারণ সম্পাদক ও তাদের অনুসারী নেতা-কর্মীরা।

২০১৪ সালের ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। মো. আতাউর রহমান সেলিম ও বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে এ সম্মেলনের মধ্য দিয়ে। ৮ বছর পেরিয়ে এবারের সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটে নেতা নির্বাচিত করবেন।  সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী কেন্দ্রের কাছে ইতিমধ্যে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন রয়েছেন। সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- মোতাচ্ছিরুল ইসলাম, মো. আবুল কাশেম চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, বিপ্লব রায় চৌধুরী, শওকত আকবর, সামছু মিয়া, ফারুক মিয়া, মো. শফি উল্লাহ, নুরুল আমিন, জাহির আহমেদ ও শাহজাহান কবির। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন মো. তাজউদ্দিন আহমেদ, ইশতিয়াক রাজ চৌধুরী, মইন উদ্দিন চৌধুরী, মো. সাইদুর রহমান, মহিবুর রহমান, নওশেদ সুমন, কাওসার আহমেদ, এ আর কাউসার ও রকিবুল ইসলাম। জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের থাকার কথা রয়েছে। প্রধান বক্তা থাকবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী। শফিকুজ্জামান হিরাজ বলেন, সভাপতি পদে আমরা ১১ জন প্রার্থী থাকলেও আমরা আদর্শে ও দলের স্বার্থে এক। সম্মেলনে যাকেই জেলা নেতা নির্বাচিত করা হোক, আমরা সবাই তা মেনে নেব। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তাজউদ্দিন আহমেদ বলেন, আট বছর পর এ সম্মেলন হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান বলেন, সম্মেলনের প্রস্তুতি নেওয়া প্রায় শেষ। জেলার ১১টি ইউনিটের ৩৫১ কাউন্সিলরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে ওই দিন সরাসরি কাউন্সিলরদের ভোটে কমিটি গঠন হবে, না মনোনীত করা হবে, সে বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত।