বার্তা ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে ৭ মার্চ অাওয়ামী লীগের জনসভার দিনে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
৮ মার্চ, বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটির বাদী ওই ছাত্রীর বাবা। আর মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী সেদিন ক্লাস শেষ করে বাসায় ফেরার জন্য বাস না পেয়ে শান্তিনগর মোড়ে যায়। সেখানে বাস না পেয়ে সে হেঁটে কাকরাইল এলাকায় যায়। এরপর অফিসার্স ক্লাবের সামনে একটি বাস পেয়ে তাতে উঠে পড়ে। বাসটি মগবাজার হয়ে বাংলামোটর হয়ে ফার্মগেট যাচ্ছিল। কিন্ত মগবাজার পার হয়ে বাংলামোটর রোডে ঢুকে বাসটি জ্যামে পড়ে যায়। তখন তার মেয়ে বাস থেকে নেমে হেঁটে যাবার সময় অন্তত ১৫ জন ছেলে তাকে ঘিরে ধরে টিজিং করে। তাকে টানাহেঁচড়া করে। এ সময় তার জামার সোল্ডার ও দুটি বোতাম ছিঁড়ে ফেলে তারা। তখন একজন পুলিশ সদস্য এসে তাকে (মেয়েটিকে) উদ্ধার করে একটি বাসে তুলে দেয়। এরপর সে বাসায় চলে অাসে।
মামলার এজাহারে অারো উল্লেখ আছে, বাসায় ফিরে তার মেয়ে ফেসবুকে এই ঘটনাটি নিয়ে একটি পোস্ট দিয়েছিল।
ঐতিহাসিক ৭ মার্চ, বুধবার উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে আওয়ামী লীগ। ঢাকা ও আশপাশের এলাকা থেকে জনসভায় যোগ দেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে যাওয়ার সময় বাংলামোটরে একদল নেতাকর্মী ওই ছাত্রীকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ করে বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়।