সংবাদ শিরোনাম :
৭৫ বছর পর ভাসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

৭৫ বছর পর ভাসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

৭৫ বছর পর ভাসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
৭৫ বছর পর ভাসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

বার্তা ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজকে ৭৫ বছর পর সমুদ্রের তলদেশ থেকে টেনে তোলা হয়েছে।

স্থানীয় সময় ৩০ মার্চ, শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনীর এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবিসির খবরে জানানো হয়, ১৯৪২ সালের ৯ এপ্রিল দ্য এসএস স্যাগিং নামক ১৩৮ মিটার দীর্ঘ জাহাজটিতে বোমা হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময় এটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি বন্দরে নোঙর করা ছিল।

২০১৭ সালের সেপ্টেম্বরে বন্দরের স্থান সংকুলানের জন্য পানির তলদেশ থেকে জাহাজটিকে তোলার নির্দেশ দেওয়া হয়। এরপর কয়েক মাস ধরে জাহাজ তোলার কাজ চলছিল। মার্চে এসে এই কাজে সফলতা আসে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কার উত্তর-পূর্ব উপকূলে ২২ মার্চ জাহাজটি দৃশ্যমান হতে শুরু করে।

ক্ষতিগ্রস্ত জাহাজটি শুরুতে পরিত্যক্ত অবস্থায় ছিল। ১৯৪৩ সালের ২৪ আগস্ট জাহাজটিকে ৩৫ ফুট (১০.৭ মিটার) গভীর পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়। এটিকে জেটি হিসেবে ব্যবহার করা হতো।

সম্প্রতি পানির তলদেশ থেকে জাহাজটি তোলার যাবতীয় দায়িত্ব পায় লঙ্কান নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড। এই কমান্ডের হয়ে কাজ করেছেন ৯৮ জন ডুবুরি।

ক্ষতিগ্রস্ত জাহাজটি পানির তলদেশ থেকে তুলে স্থায়িত্ব বৃদ্ধির জন্য একপাশে কৃত্রিম দেয়াল তৈরি করা হয়। মেরামতের কাজ শেষে শুক্রবার জাহাজটিকে ভাসানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com