আন্তর্জাতিক ডেস্ক: সম্ভবত তিনি আবারও বিয়ে করবেন। তবে কাকে করবেন সেটি বলেননি।ভাবছেন কে আবার বিয়ে করতে চলেছে যার জন্য খবর হয়ে গেল। খবর তো হতেই হবে কারণ তাকে নিয়ে গোটা বিশ্ব জানতে চায়। তিনি আর কেউ নন বিষের অত্যন্ত শক্তিশালী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্ষিক সংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে করা এক প্রশ্নে হেসে ৬৬ বছর বয়সী পুতিন বলেন, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে একসময় এটা আমাকে করতে হবে।
জানিয়ে রাখি, প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে পুতিন প্রেম করছেন বলে গুঞ্জন আছে। আলিনার পরিবারকে পুতিন সম্পত্তির মালিকানা দিয়েছিলেন বলেও খবর বেরিয়েছিল।
পুতিন সবসময় কঠোরভাবে নিজের ও পারিবারিকভাবে ঘনিষ্ঠদের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলেন। ১৯৮৩ সালে তিনি লুদমিলাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের মেয়ে ক্যাটরিনা ও মারিয়ার বয়স ৩০ এর কাছাকাছি। তাদের কেউই রাজনীতিতে জড়িত নয়। পুতিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও তার দুই মেয়ে সব ধরনের আলোচনা থেকে দূরে।