বুধবার বিকালে আলী আহাম্মদ নামে ওই বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাড়ি পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামে।গ্রামের এই একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে বলে পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) খালেদ দাইয়ান জানিয়েছেন।
তিনি বলেন, “বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এসময় বৃদ্ধ আলী আহাম্মদ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকরে প্রতিবেশীরা গিয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে।”
শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা রাতে পরশুরাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
“শিশুটির মেডিকেল পরীক্ষার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে,” বলেন পুলিশ কর্মকর্তা খালেদ।