ক্রাইম ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে মা ও মেয়েকে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের দক্ষিণ বন্দর স্লুইজগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার ৭শ’ টাকা উদ্ধার করে হয় বলে জানায় পুলিশ।
আটক মায়ের নাম নুরজাহান বেগম (৫৮) ও তার মেয়ে আসমা আক্তার (১৯)। আটক নুরজাহান পৌর শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের রত্তন হাওলাদারের স্ত্রী।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, নুরজাহান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশের ওসি মিজানুল হকের নেতৃত্বে একটি দল।
এ ঘটনায় উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।