লোকালয় ২৪

৪৪০০ বছর আগের সমাধি!

৪৪০০ বছর আগের সমাধি!

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের প্রত্নতত্ত্ববিদরা ৪৪০০ বছর আগের একটি সমাধি আবিষ্কার করেছে। শনিবার কর্তৃপক্ষ জানায়, রাজধানী কায়রোর দক্ষিণে সাককারা পিরামিড কমপ্লেক্সে ওই প্রাচীন সমাধি আবিষ্কার করা হয়েছে।

মিসরের প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-আনানি সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা ২০১৮ সালের শেষ আবিষ্কারের ঘোষণা করছি। এটি একদম নতুন একটি আবিষ্কার। এটি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত, রঙিন এবং ভেতরে ভাস্কর্য করা রয়েছে।’

খালেদ আল-আনানি আরও জানান, সমাধিটি একজন উচ্চপদস্থ সরকারি যাজকের। সমাধির বয়স আনুমানিক ৪৪০০ বছরেরও বেশি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমাধিটি ‘ওয়াহটি’ নামের একজন প্রধান যাজকের। রাজা নেফেরিরকারের পঞ্চম রাজবংশের রাজত্বকালে তিনি যাজকের কাজ করতেন।

মিসরের পুরাতত্ত্ববিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই যাজকের কবরটিতে তার মা, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই যাজকের নানা দৃশ্য সজ্জিত রয়েছে। সমাধিটিতে ওই পরিবারের সদস্যদের ২৪টি মূর্তিও রয়েছে।

মিসরের অর্থনীতি দেশটির প্রাচীন ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে গড়ে উঠা পর্যটন শিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। দেশটি আশা করছে, নতুন এই আবিষ্কার অনেক বিদেশি দর্শনার্থীদের আকর্ষিত করবে।