লোকালয় ২৪

৪০৯ জন দেশে ফিরলোন সৌদিতে আটকে পড়া বাংলাদেশি

lokaloy24.com

এস.এম.মানিক: সৌদি আরবে আটকে পড়া ওমরাহ হজযাত্রীসহ ৪০৯ জনকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এর মধ্যে ২৯৯ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এ নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। তবে সব যাত্রী তাদের উপর ১৪ দিনের বাধ্যতামূলক সেল্ফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের চারটি দেশ- সৌদি আরব, কুয়েত, কাতার এবং ওমান করোনাভাইরাসকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সব ফ্লাইট স্থগিত করেছিল।

মালয়েশিয়া ১৮ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেয়ায় বুধবার থেকে বিমান আগামী দুই সপ্তাহের জন্য কুয়ালালামপুরের ফ্লাইট স্থগিত করবে বলে জানান মোকব্বির।