স্টাফ রিপোর্টার: ৩ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ স¤পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, আক্তার হোসেন এবং তাজ উদ্দিনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং নানা শ্রেনি-পেশার লোকজন।
নির্মাণ কাজ উদ্বোধনের পূর্বে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এমপি আবু জাহির। এ সময় ভবনটি নির্মাণে যাতে কোন ধরণের অনিয়ম না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন তিনি।