নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বিমান ছিনতাই চেষ্টার ঘটনার ৩২ ঘন্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বিমানের যাত্রীরা পৃথক একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ওই বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’ বিমানটির ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি অন্যরুটে যাত্রা করবে বলে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানান, রোববার সন্ধ্যা থেকে চট্টগ্রামে আটকে থাকা দুবাইয়ের যাত্রীরা সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
প্রসঙ্গত রোববার বিকেল ৫টায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পরে এই বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর অভিযানে ছিনতাই চেষ্টা নাটকের অবসান হয়।