লোকালয় ডেস্কঃ বিচার প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী জজ, সহকারী জজ ও সমমর্যাদার ২৭৪ জন বিচারকের দপ্তর বদলে দিয়েছে সরকার।
আইন ও বিচার বিভাগ মঙ্গলবার এক আদেশে জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের ৩ অক্টোবরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
যারা কোনো ধরনের প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।