লোকালয় ২৪

২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

২১ জুলাই রোববার বিকেল ৪টা থেকে ২২ জুলাই সোমবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ জন ভর্তি হয়েছেন।

একদিনে ডেঙ্গু রোগী ভর্তির এটি রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ঢাকায় ৩৮৩ জন ও ঢাকার বাইরে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর পঁয়ত্রিশটি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারের পাশাপাশি কুষ্টিয়া ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তির তথ্য রেকর্ড করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখনো পাঁচজন।