লোকালয় ২৪

২০ মিনিট চার্জে সারা দিন চলবে এই ফোন!

২০ মিনিট চার্জে সারা দিন চলবে এই ফোন!

তথ্য প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠা ম্যাকলরেন এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণের ওয়ানপ্লাস ছয়টি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে ওয়ানপ্লাস।

১২ ডিসেম্বর উন্মুক্ত হওয়ার কথা রয়েছে এই ওয়ানপ্লাস ছয়টি ম্যাকলরেন এডিশন।

ওয়ানপ্লাস ছয়টি ম্যাকলরেন এডিশন স্মার্টফোনে থাকবে ১০ জিবি র‍্যাম আর ফোনের পেছনে থাকবে ম্যাকলরেন প্রতিষ্ঠানের লোগো।

সম্প্রতি টুইটারে ওয়ানপ্লাস ছয়টি ম্যাকলরেন এডিশনের ছবি ফাঁস হয়েছে। সেখানে কমলা রঙে এই ফোন দেখা গিয়েছে। কেভলার স্টাইলের ব্যাক প্যানেল ব্যবহার হয়েছে এই ফোনে।

ফাঁস হওয়া ছবিতে ফোনের পেছনে নিচের দিকে ম্যাকলরেন কোম্পানির লোগো দেখা গিয়েছে। এ ছাড়া ওয়ানপ্লাস ছয়টি ফোনের সঙ্গে নতুন এই ফোনের আর কোনো পার্থক্য দেখা যায়নি।

এই খবর সত্যি হলে এই প্রথম ১০ জিবি র‍্যামসহ বাজারে আসতে চলেছে কোন ওয়ানপ্লাস স্মার্টফোন। এর সঙ্গেই থাকবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এ ছাড়াও বলা হচ্ছে এই ফোনে ‘ওয়ার্প চার্জ ৩০’ ফিচার থাকবে। এই ফিচারে মাত্র ২০ মিনিট চার্জ করে এই ফোন সারা দিন ব্যবহার করা যাবে।