সংবাদ শিরোনাম :
‘২০২২ সালের ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল’

‘২০২২ সালের ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল’

http://lokaloy24.com

  ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী জানিয়েছেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হবে। এটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে।

রোববার (১২ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের ডিপোতে সাত সেট মেট্রোরেল এসেছে। সোমবার (১৩ ডিসেম্বর) আসবে অষ্টম সেট। আগামী বছরের জানুয়ারি মাসে আরও দুই সেট ট্রেন আসবে। পরবর্তী সময়ে এই ১০ সেট মেট্রোরেল দিয়ে অপারেশন চালানো হবে।’

আগামী বছরের এপ্রিলের মধ্যে সব কটি মেট্রোরেল স্টেশন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর টিকিট কাউন্টার, যাত্রীদের স্টেশনে ওঠা-নামার ব্যবস্থাসহ অন‌্যান‌্য কাজ শেষ করবো আমরা।’

এ সময় তিনি জানান, সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার হলেও বর্তমানে ট্রায়ালরত অবস্থায় মেট্রোরেলের গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার। দশটি ট্রেনসেট আসার পর সেগুলোর টেকনিক্যাল বিষয়ে কাজ করে চলার উপযোগী করে তোলা হবে।

জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে বেশ কয়েকবার সার্বিক বিষয়ে ট্রায়াল দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com