লোকালয় ২৪

২য় দিনের মতো হবিগঞ্জ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে

২য় দিনের মতো হবিগঞ্জ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে ২য় দিনের মতো শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার হতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার অভিযানের দ্বিতীয় দিন পৌরএলাকার কোর্ট ষ্টেশন রোড, মোহনপুর ও পুরান বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে প্রথম দিন সারা শহরের শায়েস্তানগর মাছ বাজারের সামনের দোকানপাট, পইল রোডের দোকানপাটসহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলে উচ্ছেদ অভিযান। এ্যাসিল্যান্ড ছাব্বির আহমেদ মঞ্জু ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে পরিচালিত হয় দ্বিতীয় দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোঃ আলমগীর, পৌরসভার সচিব মোঃ ফয়েজ উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।