লোকালয় ২৪

১ অক্টোবর থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করতে আগামী ১ অক্টোবর থেকে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এবার আমরা সরকারকে ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো সুযোগ দেবো না।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আরো বলেন, ‘জনগণকে সাথে নিয়েই আমরা মাঠে থাকবো। সুতরাং ১ অক্টোবর থেকে আন্দোলনের জন্য প্রস্তুত হন।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘স্বৈরাচারী সরকারকে’ অপসারণ করতে হলে সারা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘গণজোয়ার তৈরি করতে আমাদের জাতীয় ঐক্য প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে তাদের দল আগামী নির্বাচনে অংশ নেবে। ‘কোনো ভায়োলেন্স ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে আমরা এই সরকারকে অপসারণ করবো।’