লোকালয় ২৪

১৯ বছর পর পৌঁছাল জরুরি চিঠি

১৯ বছর পর পৌঁছাল জরুরি চিঠি

আন্তর্জাতিক ডেস্কঃ জরুরি একটি চিঠি ডাক বিভাগের স্পিড পোস্টের (দ্রুত পৌঁছানোর মাধ্যম) মাধ্যমে পাঠানো হয়েছিল ২০০০ সালে। সেই চিঠি গন্তব্যে পৌঁছেছে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর। প্রেরক ও প্রাপক ছিলেন একই রাজ্যের।

১১ সেপ্টেম্বর তুহিন শংকরের মোবাইল ফোনে একটি এসএমএস আছে। তার চিঠিটি গন্তব্যে পৌঁছেছে বলে এসএমএসে জানানো হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

তুহিনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে।

তুহিন ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান। তবে চিঠিটি তিনি এত দিন আগে কাকে পাঠিয়েছিলেন তা এখন মনে করতে পারছেন না।

তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।