সংবাদ শিরোনাম :
১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় বনানীর এফ আর টাওয়ার

১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় বনানীর এফ আর টাওয়ার

১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় বনানীর এফ আর টাওয়ার
১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় বনানীর এফ আর টাওয়ার

লোকালয় ডেস্কঃ শুক্রবার পুড়ে যাওয়া ভবনটি পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় বনানীর এফ আর টাওয়ার। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, বৈধভাবে বিল্ডিং নির্মাণের যে প্ল্যানটা দেয়া হয়েছে তার কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখ হবে। ডেভেলপার, মালিক এমনকি আমাদের সংস্থার যদি কেউ জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দেবেন, রিপোর্ট পাওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, তিনি যেই হোন না কেন, যত শক্তিশালী ব্যক্তি হোন না কেন, এই জাতীয় মর্মান্তিক ঘটনা যে নরপিশাচরা টাকার লোভে ঘটায় তাদেরকে সর্বোচ্চ আইনি আওতায় এনে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত গতিতে আমরা সে ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের ২২ তলা একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com