১৮ ওয়াটের ৪টি এনার্জি বাল্বের বিল ৮৩৬৫ টাকা!

১৮ ওয়াটের ৪টি এনার্জি বাল্বের বিল ৮৩৬৫ টাকা!

১৮ ওয়াটের ৪টি এনার্জি বাল্বের বিল ৮৩৬৫ টাকা!
১৮ ওয়াটের ৪টি এনার্জি বাল্বের বিল ৮৩৬৫ টাকা!

লোকালয় ডেস্কঃ ১৮ ওয়াটের ৪ টি এনার্জি বাল্ব জ্বালিয়ে এক মাসের বিল এসেছে ৮৩৬৫ টাকা। বিল দেখে হতবাক হয়ে গেছেন গ্রাহক। ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহনে।

এমন অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিরোগঞ্জ এলাকার মোতাহার ও মিজান নামের দুই পল্লী বিদ্যুৎ গ্রাহক। মাত্র ৪ টি এনার্জি বাল্ব জ্বালিয়ে এত মোটা অংকের বিল কেন, তার কোন উত্তরই খুঁজে পাচ্ছেন না তারা।

মোতাহারের দুটি বাল্বের বিলে দেখানো হয়েছে, তিনি অক্টোবর মাসে মোট ৬০৫ ইউনিট ব্যবহার করেছেন। যার সর্বমোট বিল এসে দাঁড়িয়েছে ৪৫১২ টাকা।

আর মিজানের বিলে দেখানো হয়েছে, তিনি অক্টোবর মাসে ৫৪১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। এতে তার বিল এসেছে ৩৮৫৩ টাকা।

বিদ্যুৎগ্রাহক মিজান বলেন, ‘আমার নামে পল্লী বিদ্যুৎ অফিস থেকে ২টি এনার্জি বাল্ব ব্যবহার করার জন্য এক মাসের বিল পাঠিয়েছে ৩৮৫৩ টাকা। যা আমার পুরো মাসে সংসার চালানোর খরচ।’

মোতাহার বলেন, আমরা দিনমজুরের কাজ করি। বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে ঘরে ফ্যান পর্যন্ত লাগাইনি। ঘরে মাত্র ২ টি এনার্জি বাল্ব জ্বালাই। আবার রাতের অধিকাংশ সময় বন্ধ রাখা হয়।’

তিনি বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমার নামে ভূয়া বিল করে পাঠানো হয়েছে। ২ টি এনার্জি বাল্বে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখানো হয়েছে ৬০৫ ইউনিট। আর এর মূল্য দেখানো হয়েছে ৪৫১২ টাকা। আমি এই বিলের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েছি। তারা বলছেন অভিযোগ করার জন্য। অভিযোগ করতে গেলে সেখানেও টাকা দাবি করায় অফিস থেকে ফিরে এসেছি।’

এব্যাপারে লালমোহন উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এ.এসএম. শাহিন আহসান বলেন, ‘ওই গ্রাহকদের অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com