পটুয়াখালী প্রতিনিধি: নিখোঁজের পনের ঘন্টা পর উদ্বার হলো পটুয়াখালীর রাংগাবালী থানার পুলিশ কনেস্টবল মো. ফিরোজের (কনেষ্টবল নম্বর-৯৫১) লাশ।
কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সহায়তায় সোমবার বেলা এগারটায় উপজেলার গহিনখালীর বুড়াগৌরাঙ্গ নদী থেকে জাল টেনে তার লাশ উদ্বার করা হয়েছে। নিখোঁজ কনেস্টবল ফিরোজ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে। সে রাঙ্গাবালী থানায় কর্মরত ছিল।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ।
রাঙ্গাবালী থানার ওসি মিলন মিত্র জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা শেষে ফেরার পথে রবিবার রাত আটটায় গহিনখালীর বুড়াগৌরাঙ্গ নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ফিশিং বোট পুলিশকে বহনকারী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে এএসআই ইয়াসিন, অপর কনেষ্টবল মিজান, ট্রলারের চালক ও সহযোগি সাতরে তীরে উঠলেও সাতার না জানা কনেষ্টবল ফিরোজ অস্ত্রসহ নিখোঁজ হয়।
স্থানীয় জেলেদের সহায়তায় ঘটনার পর থেকেই তার উদ্বার তৎপরতা চলতে থাকে। সোমবার সকালে কোষ্টগার্ডের একটি দলও ঘটনাস্থলে অভিযানে অংশ নেয়।