লোকালয় ২৪

১৪ লাখ ইয়াবা পানিতে ফেলে পালালো পাচারকারীরা

১৪ লাখ ইয়াবা পানিতে ফেলে পালালো পাচারকারীরা

লোকালয় ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন এলাকায় সাগরে অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৮ মে) কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৭ মে) সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে সাগরপথে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ট্রলারকে থামার জন্য সংকেত দিলে না  থামিয়ে প্লাস্টিকে মোড়ানো ১০টি প্যাকেট পানিতে ফেলে দ্রুতগতিতে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে প্যাকেট গুলোর ভেতর থেকে ১৪ লাখ ইয়াবা জব্দ করে টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে।