লোকালয় ২৪

১২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  মহামারি করোনার বিস্তার ঠেকাতে ১২ হাজারের বেশি কয়েদীকে মুক্ত করে দিতে যাচ্ছে আফগানিস্তান।

সোমবার দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন।

দেশটির রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে কারাগারের বিষয়ক প্রধান রশিদ টোটাখাইল বলেন, বিভিন্ন অপরাধের জন্য দোষী সাব্যস্ত মোট ১২ হাজার ৩৯৯ জন কয়েদীকে নানান প্যারামিটার লক্ষ্য রেখে ক্ষমা করা হতে পারে। তবে সতর্কতা হিসেবে এসব কয়েদিকে তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৭০৩ জন এবং মারা গেছে ৫৭ জন।