সংবাদ শিরোনাম :
১১ বছর বয়সেই বৃদ্ধ হবিগঞ্জের নিতু

১১ বছর বয়সেই বৃদ্ধ হবিগঞ্জের নিতু

১১ বছর বয়সেই বৃদ্ধ হবিগঞ্জের নিতু
১১ বছর বয়সেই বৃদ্ধ হবিগঞ্জের নিতু

লোকালয় ডেস্কঃ নিতু আক্তারের বয়স মাত্র ১১। কিন্তু দেখে বয়স কত তা নির্ণয়ের কোনো সুযোগ নেই বললেই চলে। তাকে দেখলে মনে হবে, যেন ৬০ বছরের এক বৃদ্ধা। কুঁচকে গেছে মুখ, শরীরের চামড়া। চুল নেই মাথায়। বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণে ক্রমেই বুড়িয়ে যাচ্ছে সে।

চিকিৎসকদের হিসাবে, তার আয়ু আছে আর মাত্র কয়েক বছর।

২০০৭ সালে হবিগঞ্জ জেলায় নিতুর জন্ম। ছয় ভাইবোনের মধ্যে সে চতুর্থ। স্থানীয় একটি স্কুলের ক্লাস টুতে পড়ে সে।

তার বাবা কামরুল ইসলাম জানিয়েছেন, তিন মাস বয়স থেকেই তার (নিতু) শরীরের চামড়া শক্ত হয়ে যেতে শুরু করে। তখন স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। তারা নানা ওষুধও দিয়েছেন, কিন্তু রোগটি ঠিকভাবে কেউ ধরতে পারেননি। পাঁচ বছর বয়সের সময় ঢাকার চিকিৎসকরা জানান, নিতু বিরল রোগ প্রজেরিয়ায় আক্রান্ত।

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান বলেন, ‘সারা বিশ্বে প্রতি ৪০ লাখের মধ্যে একজন এ ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এখনো এর পুরো চিকিৎসা বের হয়নি। এ ধরনের রোগে আক্রান্তদের বেঁচে থাকার গড় বয়স ১৩ বছর।’

নিতুর বাবা কামরুল ইসলাম আরও জানান, নিতুর কথাবার্তা, চলাফেরা খুব স্বাভাবিক। সে পড়াশোনাতেও ভালো। তবে খাবারদাবার কম খেতে চায়।

নিতুর রোগের চিকিৎসা নেই জানার পরও তারা বাবা-মা জায়গাজমি বিক্রি করে তাকে সিলেট, ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সে কিছুদিন ভর্তি ছিল। মাঝে বেশ অসুস্থ হয়ে পড়লেও, এখন খানিকটা ভালো।

পড়ালেখায় ভালো শিশু নীতু। ছবি: সংগৃহীত

পড়ালেখায় ভালো শিশু নিতু। ছবি: সংগৃহীত

ডা. আবু সুফিয়ান বলছেন, প্রজেরিয়া জেনেটিক সমস্যা হলেও, এটি ছোঁয়াচে নয়। বাবা-মায়ের কাছ থেকে সে পেয়েছে বা অন্য স্বজনদের হতে পারে এমনও নয়।

চিকিৎসকরা বলছেন, বিরল হলেও বাংলাদেশে এ ধরনের রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে।

মাগুরার পাঁচ বছরের শিশু বায়েজিদ শিকদার গত বছর ডিসেম্বরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া সিলেটের জকিগঞ্জে আবদুর নূর ও জয়পুরহাটে তুহিন ইসলাম রাজু এ রোগে আক্রান্ত বলে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com