লোকালয় ২৪

১০ যাত্রীর কাছ থেকে ১৭ সোনার বার জব্দ

১০ যাত্রীর কাছ থেকে ১৭ সোনার বার জব্দ

লোকালয় ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত ১০ যাত্রীর কাছ থেকে ১৭টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

জব্দকৃত সোনার ওজন ১৮১০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার বিকেলে ওই যাত্রীদের শরীর ও সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগের ভেতর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গতকাল (১১ মে) বিকেলে রিয়াদ, সৌদি আরব থেকে বিজি ০৪০ ফ্লাইটযোগে আগত ১০ জন যাত্রীর কাছ থেকে ১৭টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ১৮১০ গ্রাম।

যাত্রীরা কোনো প্রকার ঘোযণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও আন্ডারওয়্যার মধ্যে লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল তা উদ্ধার করে। গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করে যাত্রীদের শরীর এবং মালামাল তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। যার মোট মূল্য প্রায় ৯০ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।