১০ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্রান্সের পল পগবা

১০ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্রান্সের পল পগবা

১০ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্রান্সের পল পগবা
১০ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্রান্সের পল পগবা

খেলাধুলা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। গত তিনবারের মতো এবারও খালি হাতে ফিরতে হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলে দলের হয়ে অনেক শিরোপা জেতা মেসি এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কিছুই অর্জন করতে পারেননি। তবুও মেসিকে সেরা মানেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা।

গত বিশ্বকাপে শিরোপার খুব কাছ থেকে ফিরে গেলেও এবার আরও দূরে থেকে ফিরে যেতে হয় তাকে। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের গতিময় ফুটবলের কাছে হার মেনে সেখান থেকেই ছিটকে যায় তার দল আর্জেন্টিনা। ফুটবল বোদ্ধাদের মতে এমন একটা উচ্চ গুণসম্পন্ন খেলোয়াড়ের পাশে বিশ্বকাপ না থাকাটা বেমানান। আবার অনেকেই বলছেন জাতীয় দলের হয়ে কোন শিরোপা না জেতায় তাকে বিশ্বসেরা বলা  যায় না। তবে কেউ বলুক আর না বলুক মেসিকে ঠিকই বিশ্বসেরা খেলোয়াড় মানছেন পল পগবা।

মেসিকে নিয়ে পগবা বলেন, ‘শেষ দশ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। সে একজন অন্য মাপের খেলোয়াড়। সে বল নিয়ে যা করে তা এককথায় অনন্য। সে সবসময় খেলোয়াড়দের আদর্শ হিসেবে থাকবে।’

মেসিদের বিপক্ষে জয় নিয়ে পগবা বলেন, ‘২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে মেসি একাই হারিয়ে দিয়েছিল জুভেন্টাসকে। আর সেই দলের সদস্য ছিলাম আমি। আজ তাকে হারাতে পেরে অনেক খুশি লাগছে। তার হয়তো খারাপ লাগছে। কারণ এটা হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে। তবে আমি মনে করি সে তার সেরা হওয়ার ধারাবাহিকতটা আরও কয়েক বছর বজায় রাখবে। তার খেলা দেখাটা সবসময়ই আনন্দের। সে অবশ্যই সব ফুটবল সমর্থক, সাংবাদিক ও পুরো বিশ্বের কাছে সেরা হয়ে থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com