বিনোদন ডেস্কঃ মুমতাহীনা টয়া প্রায় এক সপ্তাহ ধরে সিলেটের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। থাকবেন আরও ৩-৪ দিন। যদিও এই সফর তার ব্যাক্তিগত নয়।
আসছে ঈদ উৎসবের জন্য একসঙ্গে ৪টি নাটকের কাজ চলছে এখন সিলেটের মৌলভীবাজার অঞ্চলে। চারটিতেই নায়িকা হিসেবে আছেন টয়া। আর নায়ক হিসেবে পাচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবকে।
নাটকগুলো নিয়ে ২৮ মার্চ টয়া বলেন, ‘প্রায় ১০ দিন এখানে কাজ চলবে। সবই ঈদের নাটক। এখনও এগুলোর কোনোটির নাম চূড়ান্ত নয়। আমরা রোদের কথা ভেবে এসেছিলাম। আসার পর দেখি আবহাওয়া বদলে গেছে। দুই দিনধরে বৃষ্টি। তাই পাণ্ডুলিপিগুলো নতুনভাবে তৈরি করতে হয়েছিল। দুই দিন পর দেখি আবার রোদ! সব মিলিয়েই বেশ মানিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে।’
নাটকগুলো পরিচালনা করছেন কেএম নাঈম, রিংকু মজুমদার, এলআর সোহেল ও মেহেদি হাসান হৃদয়। আগামী ৪ এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন স্থানে এগুলোর দৃশ্যধারণ হবে।
এছাড়া ঈদকে ঘিরে নির্মিত আরও একটি ওয়েব নাটকে অভিনয় করছেন টয়া। এটি পরিচালনা করছেন তপু খান।
ওয়েব নাটকে কাজ প্রসঙ্গ টয়া বলেন, ‘এবার ইউটিউবের জন্য বেশ কিছু কাজ করতে হবে বলে মনে হচ্ছে। কারণ ঈদের মধ্যে টিভিতে বিশ্বকাপ ক্রিকেট চলবে। তাই নির্মাতাদের পরিকল্পনাতে ইউটিউবটা প্রাধান্য পাচ্ছে।’
Leave a Reply