ক্রাইম ডেস্কঃ দশম শ্রেণির এক ছাত্রকে নবম শ্রেণির আরেক ছাত্র ‘তুই’ সম্বোধন করায় ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোর ও তার বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুই কিশোরের একজন ফেনীর একটি সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে দশম শ্রেণিতে এবং অন্যজন অপর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুজনই প্রায় সমবয়সী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরটি সব সময় দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরকে তুই বলে সম্বোধন করত। বিষয়টি দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরের পছন্দ ছিল না। এ নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে মনোমালিন্য হয়েছে।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে দুজনেই বাড়ি থেকে শবে বরাতের নামাজ পড়ার জন্য বের হয়। দেখা হলে আবারও এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরটি ক্ষিপ্ত হয়ে অন্য কিশোরটিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এ ঘটনায় আহত কিশোরের মামা বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত কিশোর ও বাবাকে আটক করেছে।
কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।