হ্যাটট্রিক ও ১০ উইকেট নিয়ে ভারতীয় মেয়ের ইতিহাস

হ্যাটট্রিক ও ১০ উইকেট নিয়ে ভারতীয় মেয়ের ইতিহাস

lokaloy24.com

মনে পড়ে অনিল কুম্বলের সেই মাইলফলকটি? যেদিন তিনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে একাই এক ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেট তুলে নিয়েছিলেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে না হলেও ঘরোয়া ক্রিকেটে দেশটির নারী ক্রিকেটার কাশভি গৌতম এবার এই কিংবদন্তিকে মনে করিয়ে দিলেন।

ভারতের নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলতে নেমে প্রতিপক্ষের সবকটি উইকেটই নিজের দখলে নেন।

চণ্ডীগড়ের ১৬ বছর বয়সী পেসার কাশভি অন্ধ্র’র কেএসআরএম কলেজ গ্রাউন্ডে অরুণাচলকে উড়িয়ে দিয়ে এই কীর্তি গড়েন। যেখানে ৪.৫ ওভার বল করে মাত্র ১২ রান খরচ করেন তিনি। তার এই রেকর্ডগড়া বোলিংয়ে হ্যাটট্রিকও ছিল। যেখানে অরুণাচল মাত্র ২৫ রানে অলআউট হয়। এর ফলে ১৬১ রানে জয় পায় তার দল চণ্ডীগড়।

কাশভি এ ম্যাচে শুধু বোলিংয়েই নয়, চণ্ডীগড়ের ব্যাটিংয়ের সময় হেসেছিল তার ব্যাটও। ৬৮ বলে ৪৯ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com