লোকালয় ২৪

হোয়াইট হাউজের সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা

হোয়াইট হাউজের সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা

লোকালয় ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজের বেষ্টনির বাইরে এক ব্যক্তি নিজেকে গুলি করে হত্যা করেছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে।

মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউজের পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন বেষ্টনির কাছে শনিবার স্থানীয় সময় দুপুরের আগে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে ‘নিজেকে লক্ষ্য করে’ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডা সফরে ছিলেন।

গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন যারা গুলির শব্দ শুনে দৌড়ে পালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে মানুষকে দৌড়ে সরে পড়তে দেখা গেছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় বা তার কথিত ‘আত্মহত্যা’র কারণ সম্পর্কে কিছু জানায়নি মার্কিন নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজকে ঘিরে এ ধরনের বেশ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ ভবনের বাইরে একটি চলন্ত গাড়ি একটি নিরাপত্তা বেষ্টনিকে ধাক্কা দেয়। ওই ঘটনায় গাড়ির ৩৫ বছর বয়সি নারী চালককে আটক করে পুলিশ।

এ ছাড়া, গত বছরের মার্চ মাসে মরিচের স্প্রে হাতে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনি টপকে ভেতরে প্রবেশ করেছিল। ওই অবস্থায় অন্তত ১৬ মিনিট হোয়াইট হাউজের চত্বরে অবস্থান করার পর পুলিশ তাকে আটক করে।