লোকালয় ২৪

হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

লোকালয় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রবিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দফতরে শপথ পাঠ করান জাপা চেয়ারম্যানকে। এরপর তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে আসেন তিনি। অসুস্থ এরশাদ হুইল চেয়ারে বসে সংসদে যান। শপথ নেয়ার পর তিনি হুইল চেয়ারেই সংসদ ভবন ছাড়েন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ। রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ২৬ ডিসেম্বর দেশে ফিরে ঢাকার বাসায় ছিলেন তিনি।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করেছে। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ গঠিত হবে।