লোকালয় ২৪

হিমালয়ে তুষারঝড়: পাঁচ পর্বতারোহীসহ নিহত ৯

হিমালয়

আন্তর্জাতিক ডেস্ক:  নেপালের হিমালয় পর্বতে এক তুষারঝড়ে পাঁচ পর্বতারোহীসহ নয় জন মারা গেছেন। নেপালভিত্তিক হিমালিয়ন টাইমসের খবরে বলা হয়, নিহতের মধ্যে পাঁচজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। বাকি চারজন নেপালের, এই চারজন নেপালি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের গাইডার (পথ নির্দেশক) ছিলেন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পশ্চিম নেপালের এমটি ধাওলাগিরির দক্ষিণ মুখে ভূপৃষ্ঠ থেকে ৭ হাজার ১৯৩ মিটর উঁচুতে এই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে কিম চ্যাং-হো নামের একজন পর্বতারোহী আছেন। যিনি অক্সিজেন ছাড়াই খুব অল্প সময়ে বিশ্বের ১৪টি উঁচু পর্বত আহরণ করেছেন। চ্যাং হো ছাড়াও যেসব পর্বতারোহীরা মারা গেছেন তারা হলেন লি জাহুন, রিম ইল-জিন, ইয়ো ইউনজিক এবং জেওং জোন-মো। তবে নিহত বাকি চার নেপালির নাম জানা যায়নি।

 

 

কিম চ্যাং-হো নামের একজন পর্বতারোহী উদ্ধারকর্মীদের প্রধান লিলাধার অধিকারী জানান, পর্বতারোহীদের ক্যাম্পটি ঝড়ে ধ্বংস হয়ে বরফে চাপা পড়েছে। এখন পর্যন্ত সাতটি মরদেহ তারা দেখতে পেরেছেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ঝড়টি ভূপৃষ্ঠ থেকে ৬ হাজার ৫শ মিটার উঁচুতে শুরু হয়। পর্বতারোহীরা এ সময় ক্যাম্পের ভেতরেই ছিলেন। ঝড়ের কারণে বরফখণ্ড তাদের ক্যাম্পের ওপর ধসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে নেপালের ট্রেকিং ক্যাম্পের এমডি ওয়াংচু শেরপা জানান, রোববার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, নিহত পর্বতারোহীরা যে পথে হিমালয়ের শৃঙ্গে উঠতে চেয়েছিলেন, সেই পথ দিয়ে ১৯৯৬ সালের পর কেউ উঠতে পারেনি। এ পথে এখন পর্যন্ত ৮ হাজার পর্বতারোহীর মধ্যে মাত্র ৩০ জন সফল হয়েছেন।