লোকালয় ২৪

হিন্দু হওয়া সত্ত্বেও সমাধিস্থ করা হবে করুণানিধিকে

চেন্নাই: কোথায় সমাধিস্থ করা হবে প্রয়াত ডিএমকে প্রধান করুণানিধিকে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে থাকার পর অবশেষে রায়দান করল মাদ্রাজ হাই কোর্ট৷ মেরিনা বিচেই সমাধিস্থ হবেন করুণানিধি। কিন্তু কেন সমাধি, কেন দাহ নয়, এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে৷ হিন্দু হওয়া সত্ত্বেও কেন সমাধি?

 

এর উত্তরের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্রাবিড়িয় আন্দোলন৷ জড়িয়ে রয়েছে এই আন্দোলনের নেতাদের বিশ্বাস-আদর্শ৷ আর এই আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন করুণানিধি৷ তাঁর আগেও পেরিয়ার, আন্না দুরাই, এমজিআর প্রমুখ দ্রাবিড়িয় নেতাদের সমাধিস্থ করা হয়৷ আগুনের সংস্পর্শেও আনা হয় নি তাঁদের৷