লোকালয় ২৪

‘হাসপাতালে’ বাঁশের সঙ্গে রোগীকে বেঁধে অস্ত্রোপচার!

lokaloy24.com

ভুয়া ডাক্তারের খোঁজ করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে একটি ‘হাসপাতালের’ সন্ধান পাওয়া গেছে; যেখানে রোগীদের বাঁশের সঙ্গে বেঁধে অস্ত্রোপচার করা হয়!

এলাকার লোকজন বাড়িটিকে চেনেন ‘গোপাল ডাক্তারের হাসপাতাল’ নামে।

পুলিশ জানায়, ওই বাড়িতে গিয়েই গর্ভস্থ সন্তানকে হত্যা করিয়েছিল সারোগেসি মামলায় অভিযুক্ত গর্ভদাত্রী মা (সারোগেসি মাদার) কাশ্মীরা মোল্লা।

আর ওই সারোগেসি-প্রতারণা মামলার তদন্তে ‘ডা. গোপাল মালিক’ নামে এক ভুয়া চিকিৎসকের খোঁজ করতে গিয়ে এমনই ‘হাসপাতালের’ হদিস পান তদন্তকারীরা।

সেখানে গিয়ে দেখা গেছে, ঘরের এক পাশে সবুজ রঙের একটি টেবিল। সেই টেবিলের পায়ার সঙ্গে দুটি বাঁশ দড়ি দিয়ে বাঁধা। টেবিলের ওপরে ছড়ানো স্যালাইনের বোতল, কিছু কাগজপত্র আর কয়েকটি চটের ব্যাগ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, অস্ত্রোপচার করাতে ওই বাঁশের সঙ্গেই দড়ি দিয়ে রোগীদের হাত বেঁধে নেয়া হয়।