লোকালয় ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক না থাকায় অন্তঃসত্ত্বা এক গৃহবধু ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে।
১০ অক্টোবর, বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার মালশিন গ্রামের ইয়াছিন আলীর নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রাবেয়া খাতুন (২৫) ও তার ৪ বছরের শিশু পুত্র সিয়াম।
মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা জানান, মঙ্গলবার রাতে রাবেয়া ও সিয়াম ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে বিষধর সাপ তাদের দুজনকেই দংশন করলে তারা চিৎকার করতে থাকে। পরিবারের সদস্যরা তাদেরকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক না থাকায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে রাবেয়া ও সিয়াম মারা যায়।