মোঃ আব্দুল হাই: প্রতিবছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামে হযরত শাহ উমর আলী (রহঃ) এর ৬২তম পবিত্র বাৎসরিক উরস গত বৃহষ্পতিবার পালিত হয়। এতে বাংলাদেশের প্রত্যন্ত অ ল থেকে অসংখ্য আশেকান ও ভক্তবৃন্দ সমাগম ঘটে। উক্ত উরস উৎযাপনের জন্য দূর-দুরান্ত থেকে ভক্তবৃন্দরা কাফেলা নিয়ে আসেন। সারারাত্র ব্যাপী ওয়াজ, মিলাদ-মাহফিল, যিকির আজগার, সামা মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের প্রত্যন্ত অ লের বাউল শিল্পীরা মনমাতানো সামা-কাওয়ালি মাহফিলের কাফেলা দিয়ে আধ্যাত্মিক দেহতত্ত্ব পরিবেশন করেন। রাত্র ১০ ঘটিকায় তাবারুক বিতরণ করা হয়। হযরত উমর আলী শাহ (রহঃ) এর কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরুব্বী মুহাম্মদ তারা মিয়া সাহেব সহ সকল সদস্যবৃন্দ সার্বিকভাবে কঠোর দায়িত্ব পালন করেন। ফজর নামায বাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন অত্র উমর আলী শাহ (রহঃ) দরবারের গদিনিশীন ও সাজ্জাদানশীন কামেল পীরজাদা আহমদ আলী মিয়া চিশতী।