লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আহমদ আবদুল কাদের। তার অভিযোগ, নৌকা প্রতীকের সমর্থকরা অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারছে।
আহমদ আবদুল কাদেরের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা খেলাফত মজিলসের সহসভাপতি মোহাম্মদ আবদুল করিম তার নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আবদুল করিম জানান, তিনি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকেও নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়েছেন।
এ আসেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মাহবুব আলী। অন্যদিকে ধানের শীষের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।