রফিকুল হাসান চৌধুরী তুহিন: স্থানীয় সংবাদপত্রে প্রদত্ত বিজ্ঞাপনে দলীয় প্রধান নয় বরং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি ব্যবহার করে নির্বাচনী আচরন বিধি লংঘন করায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জাতীয় এক্যফ্রন্ট প্রার্থী ও কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব ডাঃ মোঃ আব্দুল কাদেরের এজেন্ট আব্দুল করিমকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে এই দন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যজিষ্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। তিনি জনকন।ঠকে জানান,একাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরন বিধিমালা-২০০৮,৭(৩)ধারা অনুযায়ী উক্ত প্রার্থীও এজেন্টকে এই জরিমানার আওতায় আনা হয়।