হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের চয় জনকে আটক করে।
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ সদর থানা পুলিশের রাতভর সাড়াশী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক বড় আসামীদের গ্রেফতার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী স্যারের নির্দেশনায় এস,আই মোঃ জুয়েল সরকার, এস,সাহিদ মিয়া, ও এস,আই নাইয়ুম মিয়াসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় সদর থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ ১. হীরা লাল ঋষি @ কালা ঋষি (৩১), পিতা: মৃত রনজিত ঋষি, সাং– গোসাইনগর এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ২। নূর উদ্দিন খাঁন(৪৭) পিতা- মৃত আজিজ খাঁন,সাং- উমেদ নগর (খা-হাটি) ৩। সোহেল মিয়া(২৮),পিতা: মানিক মিয়া
সাং- বারাপৈত ৪. মো: জসিম @ টেরা জসিম, পিতা- আপ্তাই মিয়া@আপ্তাই
সাং- জঙ্গল বহুলা ৫. ইয়াদ উল্লা (৩৫)
পিতা- মৃত নুর হোসেন, সাং- পৈল দক্ষিন সর্ব থানা ও জেলা হবিগঞ্জদের গ্রেফতার করি। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর থানাকে মাদকসহ নানা প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত করতে সদর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply